• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভুল বই আনায় ছাত্রীকে আঘাত, শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল (উত্তর)প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ২১:৪৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ভুল বই আনায় শিক্ষকের আঘাতে নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছেন। ইতিমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সূতি ভিএম মডেল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রী ভুলে ক্লাসে সাধারণ গণিতের পরিবর্তে উচ্চতর গণিত বই নিয়ে যাওয়ায় শিক্ষক রফিকুল ইসলাম প্রথমে তাকে বকাঝকা এবং একপর্যায়ে বই দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতের কারণে তার মাথার একপাশ ফোলে যায়। এরপর তাকে ক্লাসে আধঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তিনি। পরে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে যান এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ওই ছাত্রীর বাবা মেহেদী হাসান জানান, ওই শিক্ষক তার মেয়েকে এভাবে আঘাত করতে পারেন না। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল যেদিন প্রকাশ হতে পারে
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
X
Fresh