• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পিকআপের তেলের ট্যাংকে পাওয়া গেল ৩৯ হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ০৯:১৫
পিকআপের তেলের ট্যাংকে পাওয়া গেল ৩৯ হাজার ইয়াবা

কক্সবাজারের রামু উপজেলায় পিকআপের তেলের ট্যাংকে অভিনব কায়দায় রাখা প্রায় ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় পিকআপ-চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) সকালে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ মে) রাত ১১টার দিকে রামু-মরিচা সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়ার কাউয়ারখিল গুইয়াপাড়ার আব্দুস সালামের ছেলে জহির (৩০)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মঙ্গলবার (২৪ মে) গোপন খবরের ভিত্তিতে রামু-মরিচা সড়কের খুনিয়াপালং এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এরপর রাত ১১টার দিকে একটি পিকআপের গতিরোধ করা হয়। এ সময় চালক জহিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি গাড়ির তেলের ট্যাংকে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

তিনি আরও বলেন, পিকআপটি রামু বাইপাস এলাকায় এনে স্থানীয় একটি ওয়ার্কসপের মেকানিকের সহায়তায় তেলের ট্যাংক খুলে রাত ১টার দিকে ইয়াবা ভর্তি ৬০টি সরিষার তেলের বোতল বের করা হয়। এ সময় প্রায় ৩৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দাঁড়িয়ে থাকা গাড়িকে পিকআপের ধাক্কা, নিহত ২
ফেনীতে ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ পিকআপ জব্দ
সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৫
X
Fresh