• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের গরু রেখে পালাল পাচারকারীরা

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউ

  ২৪ মে ২০২২, ২২:৪০
মিয়ানমারের গরু রেখে পালাল পাচারকারীরা

বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জালানীপাড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার (২৩ মে) রাতে অবৈধভাবে ট্রাকে মিয়ানমার থেকে গরু আনা হচ্ছিল। এ সংবাদ পেয়ে আলীকদমের দক্ষিণে সাত কিলোমিটার দূরে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে চোরাকারবারিরা বিষয়টি বুঝতে পেরে গরুগুলো ট্রাক থেকে নামিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। এ সময় জঙ্গলের ভেতর অভিযান চালালে চোরাকারবারিরা ৪০টি গরু রেখে পালিয়ে যায়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে গৃহযুদ্ধ : বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
মিয়ানমার থেকে আবারও ভেসে আসছে গোলাগুলির শব্দ
প্রেমের টানে ঝালকাঠিতে ভারতীয় যুবক, পালালেন প্রেমিকা
বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা
X
Fresh