• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুসিক নির্বাচন : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৬ কাউন্সিলর

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ২৪ মে ২০২২, ১৩:৪৭
কুসিক নির্বাচন : আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ৬ কাউন্সিলর
ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরশন নির্বাচনে যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ১০ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ছয়জন আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি চারজনের মধ্যে একজন প্রার্থী আপিল করেনি ও তিনজন প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর করা হয়।

জানা গেছে, কুমিল্লা সিটি করপোরশন নির্বাচনে মেয়র পদে ৬ জন, ২৭টি ওর্য়াডে সাধারণ কাউন্সিলর পদে ১২০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন তাদের মনোনয়রপত্র দাখিল করেন।

গত বৃহস্পতিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং কর্মকর্তা; যার মধ্যে ৯ জন সাধারণ ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন। বাতিলকৃত ১০ জনের মধ্যে ৯ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।

সোমবার (২৪ মে) আপিল শুনানি শেষে আবেদনকৃত ৯ প্রার্থীর মধ্যে একজন নারী কাউন্সিলরসহ ছয় জনের আপিল মঞ্জুর করা হয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কবির আহমেদ, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ রুমন আহমেদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ একরাম হোসেন, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামাল হোসেন কাজল, মো. মিন্টু এবং ৭নং সংরক্ষিত নারী কাউন্সিলর মো. ফারজানা আক্তার।

এদিকে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুয়েল এবং ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদের আপিল নামঞ্জুর করেছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
যে কারণে হোয়াইট হাউসে বাইডেনের ইফতার আয়োজন বাতিল হলো
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
X
Fresh