• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক পাঙাশের দাম ২৬ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২২, ১৩:০৪
এক পাঙাশের দাম ২৬ হাজার টাকা
ছবি: আরটিভি নিউজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের বিশাল আকারের এক পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টার দিকে দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় স্থানীয় হলদার সালাম প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার স্থানীয় আড়তদার মো. রওশনের আড়তে প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ পাঙাশটি কিনে নেন। এ সময় স্থানীয় অনেকেই মাছটি দেখতে ভিড় জমায়।

দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের পরিচালক মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় ২০ কেজির পাঙাশটি ক্রয় করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় ঢাকার একজনের কাছে বিক্রি করেছি। এখন পদ্মা নদীতে পানি বাড়ায় বড় বড় রুই, কাতল, পাঙাশ, ইলিশ, বাগাড়, বোয়ালসহ অনেক মাছ ধরা পড়ছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
দায়িত্বহীনতার কারণে ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
X
Fresh