• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পোল্টি ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ২২:২৯
পোল্টি ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার ঝলম গ্রামে পোল্টি ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে রাকিবুল হাসান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল রংপুর জেলার বদরগঞ্জ থানার বুজরফবাগ গ্রামে মৃত আব্দুস সালামের ছেলে।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুহুল আমিন জানান, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঝলম গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মো. মাসুমের পোল্টি ফার্মে ৩ দিন আগে শ্রমিক হিসেবে যোগদান করেন রাকিবুল হাসান।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাকিবুল পোল্টি ফার্ম সংলগ্ন পুকুরের পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্প লাগানোর সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফার্মের মালিক মাসুম জানান, ঘটনার সময় আমি কংশনগর বাজারে ছিলাম, ম্যানেজারের ফোন পেয়ে হাসপাতালে যাই।

তিনি আরও বলেন, আমার পোল্টি ফার্ম ও মাছের ফিসারি আছে। আমার দুটি প্রতিষ্ঠানে প্রায় ১৫ জন শ্রমিক কাজ করে। ৩ দিন আগে রাকিবুল অন্য একজন শ্রমিকের সহায়তার আমার এখানে কাজে যোগদান করেছিল।

উপপরিদর্শক রুহুল আমিন আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের মৃত্যুর খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নেওয়ার জন্য কুমিল্লার দিকে রওনা হয়েছেন। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 
নবাবগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু  
X
Fresh