• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১৭:১০
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
ছবি: আরটিভি নিউজ

মেহেরপুরের গাংনীতে লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন বড় ভাই খলিল রহমান (৬০)।

সোমবার (২৩ মে) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল শনিবার (২১ মে) সন্ধ্যায় আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খলিল।

গাংনী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। খলিলর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

খলিলের মেয়ে পারভিন খাতুন জানান, শনিবার বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোট ভাই হবিবর রহমানের সঙ্গে খলিলের বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই হবিবর তার হাতে থাকা লাঠি দিয়ে খলিলকে বেধড়ক মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা খলিল রহমানকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরিবারের মামলা করবে বলে পুলিশকে জানানো হয়েছে। ছোট ভাইকে আটকের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
মেহেরপুরে গরমে বেড়েছে শরবতের চাহিদা, যত্রতত্র দোকান
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, দুশ্চিন্তায় বোরো ধান চাষিরা
X
Fresh