• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ডিমওয়ালা মাছ বাঁচাতে সাগরে কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১৫:২৫
ডিমওয়ালা মাছ বাঁচাতে সাগরে কোস্টগার্ড

ডিমওয়ালা মাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বঙ্গোপসাগরে অভিযানে নেমেছে মোংলা কোস্টগার্ড।

সোমবার (২৩ মে) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদপ্তর) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল থেকে এ অভিযান শুরু করেন তারা। তবে বিজ্ঞানসম্মত উপায়ে মৎস্য আহরণ নিশ্চিতে গত ২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে।

মোহাম্মদ মোসায়েদ হোসেন জানান, আজ সোমবার থেকে শুরু হওয়া এ অভিযান আগামী ২৩ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। তবে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মৎস্য সম্পদের ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কোস্টগার্ড কাজ করছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু
স্বামী-স্ত্রীকে মারধর, বাঁচাতে গিয়ে হামলার শিকার পরিবার
কাশ্মীরে জাফরান বাঁচাতে বৈজ্ঞানিক উদ্যোগ
ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবির সোহেলকে বাঁচাতে বিপুল অর্থের প্রয়োজন
X
Fresh