• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুনামগঞ্জের শ্রেষ্ঠ ভূমি উপসহকারী কর্মকর্তা কামাল

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ২৩:২৭
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ভূমি উপসহকারী কর্মকর্তা হলেন কামাল
ছবি: আরটিভি নিউজ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন। ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে আয়োজিত সভায় রোববার (২২ মে) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মো. কামাল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তোলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান শাহরিয়ারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণ।

মো. কামাল হোসেনকে দেওয়া সনদপত্রে উল্লেখ করা হয়, ২০২১-২০২২ অর্থ বছরে ভূমি সেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

মো. কামাল হোসেন জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমির আলীর সন্তান।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
X
Fresh