• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ২২:১৪
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে রাব্বি হোসেন (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারি গ্রামে এই ঘটনা ঘটে।

আহত সেই যুবক রোববার (২২ মে) দুপুরে মারা যায়। মৃত অবস্থায় তাকে শহরের রেলগেট এলাকায় ফেলে রাখা হয়েছিল। পরে তার বাবা দুপুর ২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বি হোসেন চঞ্চল সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া রেললাইন পাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে ঘোরতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে সাঁড়া ইউনিয়নের ইলশামারি একটি দোকানের কাছে তিন-চারজন যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী চিৎকার দেয়। বাকিরা পালিয়ে গেলেও চঞ্চল এলাকাসারী হাতে গনপিটুনি খায় এবং তাকে বেঁধে রাখে। পরে রোববার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানার পরামর্শে তাকে চিকিৎসা দিতে নিয়ে যায় কয়েকজন এলাকাবাসী। দুপুরের পর তার অবস্থার অবনতি হলে রেলগেট এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তার বাবা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, চঞ্চলের শরীরে হাতুড়ি দিয়ে পেটানোর আঘাতের চিহ্ন আছে। নিহত চঞ্চলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা আছে। তার বাবা এই ঘটনায় থানায় মামলা করবেন।

তিনি আরও বলেন, এভাবে পিটিয়ে কাউকে হত্যা করা আইনের পরিপন্থী কাজ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনদিনব্যাপী আবির্ভাব মহোৎসব
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
অবশেষে সেই অভিযুক্ত প্রেমিক সেলিম গ্রেপ্তার
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
X
Fresh