• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৈকতে এসে মারা গেছে ডলফিন

কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ১৭:৪৯
সৈকতে এসে মারা গেছে মৃত ডলফিন
ছবি: আরটিভি নিউজ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি মা ডলফিন।

রোববার (২২ মে) সকাল ৯টার দিকে সৈকতের আন্ধার মানিক নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি জালে পেঁচানো ছিল। পরে সকাল ১০টার দিকে এটি মারা যায়।

বাংলাদেশ ওয়ার্ল্ডফিস এনজিও'র জীববৈচিত্র্য প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিনটি পেটে বাচ্চা রয়েছে। এটি জেলেদের জালে আটকের পরেই মৃত্যুর হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই প্রথমবারের মতো কুয়াকাটা সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। তবে কী কারণে ডলফিনটি সৈকতে এসে মারা গেল তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির মাঠ সমন্বয়কারী জিএম মাসুম বিল্লাহ বলেন, এটি ইরাবতি ডলফিন। এরা উপকূল বা নদীর মোহনায় বিচরণ করে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হাতিয়ার কমলার দিঘি সমুদ্রসৈকত 
পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা সৈকত 
জালে ধরা পড়ল ৩ মণ ওজনের চারটি পাখি মাছ
মেক্সিকোতে সমুদ্র সৈকতে ৮ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
X
Fresh