• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ১২:১০
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
ফাইল ছবি

ফেনীতে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বি‌স্ফোর‌ণে এক ব্যক্তি দগ্ধ হ‌য়ে মারা গেছেন।

রোববার (২২ মে) সকালে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২১ মে) রাতে শহরের চাঁড়িপুর এলাকার আলিম উদ্দিন সড়কের পাশের ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান (৬৮) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় ফুলহাতা পঞ্চগ্রামের বাসিন্দা। তিনি ওই ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন।

জানা গেছে, ফেনী শহ‌রের আলিম উদ্দিন সড়কের ছয়তলা বিশিষ্ট নয়ন টাওয়ারে নিরাপত্তা প্রহরী হিসেবে দীর্ঘ দিন ধরে চাকরি করেছেন আনিছুর। ভবনের মালিক আবু আহাদ নয়ন শর্শদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকার ব্যবসায়ী। তার ভবনে গ্যাস সংযোগ না থাকায় ভাড়াটিয়ারা সিলিন্ডার ব্যবহার করতেন। এদিকে শনিবার (২১ মে) রাত ১১টার দিকে রান্না করতে গিয়ে সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। এ সময় আনিছুর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, রান্না করার সময় গ্যাস লিকেজ হলে আর নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে আনিসুর রহমান মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
X
Fresh