• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বন্যার পানি ওঠায় জগন্নাথপুরে ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ০৮:৫১
বন্যার পানি উঠায় জগন্নাথপুরে ৬০ বিদ্যালয় বন্ধ ঘোষণা

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করছে। জগন্নাথপুর উপজেলায় এখনও বন্যার আশঙ্কা রয়েছে।

রোববার (২২ মে) সকালে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২১ মে) জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় ৬০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মানিক চন্দ্র দাস জানান, যে স্কুলগুলোতে বন্যার পানি উঠেছে সেসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা বাড়তে পারে। তবে বন্যামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান চলবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মাদরাসাও বন্ধ ঘোষণা
স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
ইসরায়েলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
X
Fresh