• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মে ২০২২, ১৫:৪২

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে গুদাম থেকে পাচারকালে ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী সুমন রায় (২৯) এবং গুদামের পাহারাদার নেপাল বৈদ্যকে (৩২) আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার লাল মিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

জানা গেছে, গুদাম থেকে রাতের আঁধারে ৪ হাজার ৫৭৩ লিটার তেল পাচার করছিলেন ব্যবসায়ী সুমন রায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চার হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেলসহ সুমন রায় ও নেপাল বৈদ্যকে আটক করা হয়। সুমন রায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমীপুর গ্রামের বাসিন্দা মৃত সনদ রায়ের ছেলে এবং নেপাল বৈদ্য ৩ নম্বর ওয়ার্ডের নগর গ্রামের গোপাল বৈদ্যের ছেলে। তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা তেল নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন
X
Fresh