• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমানবন্দরে এক কেজির বেশি স্বর্ণসহ যাত্রী আটক

আরটিভি নিউজ

  ২০ মে ২০২২, ১২:০৮
বিমানবন্দরে এক কেজির বেশি স্বর্ণসহ যাত্রী আটক
ফাইল ছবি

এক কেজির বেশি স্বর্ণসহ এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট থেকে শারজাহ ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমর ফারুক নামে ওই যাত্রীকে আটক করা হয়।

জানা যায়, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওমর ফারুকের লাগেজ স্ক্যান করে তাকে আর্চওয়ে করানো হয়। এ সময় স্ক্যানিংয়ে তার লাগেজের ভেতর স্বর্ণ ধরা পড়ে। পরে তার ব্যাগেজ কাউন্টারের লাগেজ খুলে ৮টি স্বর্ণবার ও তার পরিহিত প্যান্টের পকেট থেকে ২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.২৫৮ কেজি। যার বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ ও যাত্রীর বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
X
Fresh