নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৯ মে ২০২২, ২৩:৫৫
রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় আরিফ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলার বরাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ শেরপুর জেলার তাতালপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক নবীর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
তিনি বলেন, ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন