• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নির্যাতনের পর শ্রমিকের মৃত্যু, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ২৩:০০
নির্যাতনের পর শ্রমিকের মৃত্যু, আটক ২
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরের রামগতিতে নির্যাতনের পর আনোয়ার হোসেন নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ মে) দিনগত রাতে তার মৃত্যু হয়।

আটককৃতরা হলেন- স্থানীয় মেঘনা ইটভাটার মালিক খলিল মাঝি ও তার ভাই খবির মাঝি।

নিহত আনোয়ার উপজলার চরআলগী ইউনিয়নের আবদুস শহীদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খলিল মাঝির ভাই খবির মাঝির একটি ইটভাটায় কাজ করতেন আনোয়ার। চুক্তি অনুযায়ী ছয় মাস কাজ করার কথা ছিল। কিন্তু আনোয়ার ৫ মাস কাজ করেন। এর জেরে খবির ও খলিলসহ তার দুই ভাতিজা ইব্রাহিম ও রিয়াজ বেশ কয়েকবার আনোয়ারকে ধরে এনে মারধর করেন। গত ২ মে আনোয়ারকে মেঘনা ইটভাটায় ধরে নিয়ে আসে খলিল। এ সময় হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে পরিবারের লোকজন আনোয়ারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকরা। কিন্তু পারিবারিক অসচ্ছলতায় আনোয়ারকে বাড়িতেই চিকিৎসা দেন তারা। শেষ পর্যন্ত বুধবার রাতে নিজ বাড়িতেই আনোয়ারের মৃত্যু হয়।

রামগতি থানার ওসি মো. আলমগীর জানান, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
X
Fresh