• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করতে পারব’

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ২২:০০
‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করতে পারব’
ছবি: প্রতিনিধি

‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করতে পারব’ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

বৃহস্পতিবার (১৯ মে) কক্সবাজারের সি পার্ল রিসোর্টে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

তামাক প্রতিরোধক এই সম্মেলনে ৪০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

শহীদুজ্জামান সরকার বলেন, উপস্থিত ৪০ জন এমপির কেউ বলেন নাই ধূমপান ভালো, তামাক ভালো। এগুলো আমাদেরকে মনেপ্রাণে বিশ্বাস করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই আমরা প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করতে পারব।

সংসদকে ধূমপানবিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই জানিয়ে তিনি বলেন, সামনে বাজেট সেশন আসছে, সেখানে আমাদের অন্তত এক মিনিট হলেও তামাকের বিরুদ্ধে কথা বলতে হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
যেভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
‘কক্সবাজারকে সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে’
X
Fresh