• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জে

  ২৬ জুন ২০১৭, ১২:৪৪
ফাইল ছবি

অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বড় ঈদের জামাত। প্রতিবারের মতো এবারো লাখো মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় জামাত শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

গেলো বছরের জঙ্গি হামলার ঘটনাকে মাথায় রেখে এবার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। মাঠের চারপাশে সাদা পোশাকে নিয়োজিত ছিল র‌্যাব-পুলিশসহ সহস্রাধিক নিরাপত্তাকর্মী। এছাড়া এই প্রথমবারের মতো নিয়োজিত করা হয় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য। মাঠে স্থাপন করা হয় আটটি ওয়াচ টাওয়ার।

এছাড়া ময়দানে মুসল্লিদের প্রবেশের জন্য মোট ২১টি প্রবেশপথের মধ্যে ছয়টি খোলা রাখা হয়। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের ছাতা বা কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেয়া হয়নি। শুধু জায়নামাজ নিয়ে ঢুকতে দেয়া হয়।

শোলাকিয়া ঈদগাহে এবার ১৯০তম ঈদ জামাত। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুটি ও এক মিনিট আগে একটি বন্দুকের গুলি ছুঁড়ে সমবেত মুসল্লিদের নামাজ আদায়ের প্রস্তুতির জন্য সংকেত দেয়া হয়।

ভোর থেকেই কিশোরগঞ্জ শহর ও আশেপাশের গ্রাম ও উপজেলা থেকে হাজারো মানুষের স্রোত ছিল শোলাকিয়ামুখী। দুটি বিশেষ ট্রেনে ময়মনসিংহ ও ভৈরব থেকে আসে হাজারো মানুষ। দূরের জেলা থেকে মুসল্লিরা নামাজে অংশ নিতে আসেন কয়েক দিন আগেই।

এসএস/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার
X
Fresh