• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাবার সঙ্গেই নামাজ পড়লেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট, নড়াইল

  ২৬ জুন ২০১৭, ১২:১৮

বাবার সঙ্গে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

মাগুরা শহরের নোমানী ময়দানে সকাল ৯টায় বাবা মাশরুর রেজার সঙ্গে জেলার প্রধান জামাতের পর দোয়ায় অংশগ্রহণ করেন তিনি।

জামাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. রইচ উদ্দিন।

এসময় জেলা প্রশাসক আতিকুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার শীর্ষ রাজনৈতিক নেতারা মাগুরা পৌরসভা আয়োজিত বৃহত্তর এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।

পরে সাকিব শহরের কেশব মোড়ে নিজ বাড়িতে যান। সেখানেই বন্ধু-স্বজনদের সঙ্গেই ঈদের দিনটা কাটাবেন তিনি। সাকিব সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়া শহরের পৌর গোরস্থান মাঠ, পিটিআই মসজিদ মাঠ, মোল্লাপাড়া মসজিদ মাঠ, জজকোর্ট মসজিদ, পারনান্দুয়ালী জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh