• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দল থেকে পদত্যাগ করলেন কুসিক মেয়র প্রার্থী কায়সার

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ১৪:১৩
দল থেকে পদত্যাগ করলেন কুসিক মেয়র প্রার্থী কায়সার
সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন কায়সার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নগরীর ধর্মসাগরপাড়স্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

তিনি বলেন, বিএনপি একটি যৌক্তিক আন্দোলনে থাকার কারণে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপির এ সিদ্ধান্ত আমি নীতিগতভাবে সমর্থন করি।

তিনি বলেন, কুমিল্লার হামলা-মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মী ও কুমিল্লার জাতীয়তাবাদী শক্তির অনুরোধে আমাকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বাধ্য হয়ে অংশগ্রহণ করতে হচ্ছে। আমি দলীয় পদে থেকে সিটি নির্বাচনে অংশগ্রহণ করলে আমার দল বির্তকিত হবে বলে আমি বিশ্বাস করি। তাই দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে আমি কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

এদিকে সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র পদে নিজাম উদ্দিন কায়সারের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
X
Fresh