• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ১২:৪৭
বিশ্ববিদ্যালয়ের ৭তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর গ্রীনরোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ৭ তলা থেকে পড়ে এম ডি ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে ভবনের সাত তলা থেকে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢামেকে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ইমাম হোসেনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পূর্ব রাজাবাজারের একটি মেসে থাকতেন তিনি। তিনি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে দেখা যায়, ওই শিক্ষার্থী ৭ তলা থেকে লাফ দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়
কৃষিগুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু যেদিন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
X
Fresh