• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইট-বালু ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার এক

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ০৭:৫৯
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইট-বালু ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার এক
ফাইল ছবি

নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন মিয়া (৩৫) নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৮ মে) রাত নয়টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায়। নিহত নয়ন মিয়া মেহেরপাড়া এলাকার চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বিগত কয়েকমাস ধরেই ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে অনৈতিক চাঁদা দাবি করে আসছিল একই এলাকার মাহফুজ ও তার দলবল। চাঁদা না দেওয়ায় নয়ন মিয়াকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরমধ্যে, বুধবার সন্ধ্যায় নয়ন মিয়া তার ইট-বালুর টাকা নিয়ে দোকানে ঢুকলে মাহফুজ ও তার দলবল পেছন থেকে আক্রমণ করে পিঠে ছুরি দিয়ে আঘাত করে দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এই ঘটনার মূল হোতা মাহফুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা 
X
Fresh