• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২২, ২৩:২৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ধানবোঝাই ট্রাক উল্টে ধান কাটার তিন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

বুধবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরো রশিয়া চামা গ্রামের ইলিয়াস আলীর ছেলে বুলবুল হোসেন (৪০), ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের মৃত মুনসুরের ছেলে মো. মুন্টু (৪০) ও সতেরো রশিয়া গ্রামের মো. আসাদুজ্জামান (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নওগাঁর চকঘোরি এলাকায় ধান কেটে ট্রাকে করে মজুরির ধান নিয়ে বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় পৌঁছালে বিকেল সাড়ে চারটার দিকে ধানবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. বুলবুল। আহত অন্য শ্রমিকদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. মুন্টুকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মো. আসাদুজ্জামান ও সাইদুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসাদুজ্জামান মারা যান। ঘটনার পর থেকে ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
তাপদাহে বিদ্যুতের খুঁটিতে আগুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল
X
Fresh