• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২২, ১৭:৪৩

বরিশালে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। দাবি বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৮ মে) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সংগঠনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। শ্রমজীবীরা চড়া দামে দ্রব্য ক্রয় করতে না পেরে শহর ছাড়তে শুরু করেছেন।
এ জন্য নিত্যপণ্যের দাম কমাতে হবে ও ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দিতে হবে। নতুবা শ্রমজীবীদের নিয়ে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh