• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

র‍্যাব ও পুলিশের মধ্যে মারামারি, আহত ৪

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ২৩:৪৯

ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলা মোড়ে র‍্যাব ও পুলিশ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকবাংলা মোড়ে তল্লাশির সময় র‍্যাব ও পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় কেউই কাউকে চিনতে পারেননি। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- পুলিশের এএসআই রেজাউল ও মো. ইব্রাহিম, পুলিশ সদস্য নুরনবি ও মাহবুব।

আরও জানা গেছে, সাদা পোশাকে সুবার বাজার থেকে র‍্যাবের একটি গাড়ি ফেনীর দিকে যাওয়ার পথে পরশুরাম ডাকবাংলা মোড়ে সিগনাল দেয় পরশুরাম থানা পুলিশ। এক পর্যায়ের তাদের মধ্যে বাগবিতণ্ডা হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মারামারি করে ওই চারজন আহত হন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম জানান, দুই পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি। ভুল-বোঝাবুঝি হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh