• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

চাঁদপুর (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ১৩:১৭
সেফটিক ট্যাঙ্কিতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের
ছবি: আরটিভি নিউজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে অক্সিজেন সংকটে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকালে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের বকুলতলা রোডে মো. বারেক হাজির নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদিঘি গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।

ভবনের মালিক বারেক হাজি জানান, প্রতিদিনের মতো সকালে দুই ভাই ভবনের কাজ করতে আসেন। ছোট ভাই মোহন আলী প্রথমে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের বাঁশ খুলতে ভেতরে নামেন। পরে তাকে উদ্ধার করতে বড় ভাই ট্যাঙ্কে নামলে তিনিও আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেন। তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় কনট্রাক্টর হিসেবে বিভিন্ন ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ আরটিভি নিউজকে জানিয়েছেন, মরদেহ দুটি থানায় আনা হয়েছে। আমরা ময়নাতদন্তের পক্ষে। পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু
X
Fresh