• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২২, ২০:১৪

মাদারীপুরে ইউনাইটেড ইসলামিয়া (ইউআই) সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সজল কুমার সূত্রধরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্টিত হয়। এতে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানবন্ধনে বক্তারা সজল কুমার সূত্রধরের ওপর হামলাকারিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে শহরের তরমুগরিয়া এলাকার ইউআই সরকারি বিদ্যালয়ের সামনে কলেজ রোড এলাকার হাসান মাদবর ও আমিরাবাদ এলাকার রাকিব তালুকদারের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মাঝে পড়ে আহত হন সজল সূত্রধর। এছাড়া উভয়পক্ষের আরও ৭ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
X
Fresh