• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২২, ১১:৪৮
খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ফাইল ছবি

বরগুনার বেতাগীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৫) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার উত্তর বেতাগী গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মিথিলা একই গ্রামের বজলু তালুকদারের মেয়ে।

স্বজনরা জানিয়েছেন, বাড়ির কেউ ঘরে না থাকায় বিকেলে মিথিলা বাড়ির শিশুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করে খেলার অন্য সাথীদের অগোচরে চলে যায়। সন্ধ্যার দিকে মা তাছলিমা বেগম ঘরে এসে মিথিলাকে না দেখে খুঁজতে থাকে। পরে ঘরের পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক রওণক জাহান আরটিভি নিউজকে জানিয়েছেন, শিশু মিথিলাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার আরটিভি নিউজকে জানিয়েছেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh