• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিকল ফেরি, ট্রাকের দীর্ঘ জট 

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২২, ১১:০৫
বিকল ফেরি, ট্রাকের দীর্ঘ জট
ফাইল ছবি

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি কলমীলতা ও কৃষানী বিকল থাকায় দুই পাড়ে দীর্ঘ ট্রাকের জট তৈরি হয়েছে।

রোববার (১৫ মে) সকাল থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী হাট ঘাটে প্রায় দেড় কিলোমিটার সড়কে মালবাহী ট্রাক অপেক্ষমান দেখা যায়। একই অবস্থা ভোলার ইলিশা সড়কে।

ফেরির ম্যানেজার পারভেজ কান আরটিভি নিউজকে জানিয়েছেন, ফেরি কলমী লতর ইঞ্জিনের ব্লক ফেটে গেছে। এটি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। অপর দিকে ফেরি কৃষানী ইঞ্জিনেও সমস্যা হয়েছে। ভোলা ঘাটে কৃষিপণ্য নষ্ট হচ্ছে বলে কৃষক ও ব্যবয়ীরা জানান।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালিবাগ ক্রসিংয়ে ট্রেন বিকল, ব্যাপক যানজট
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
X
Fresh