• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ধূমপান করায় ৪ স্কুলছাত্রী বহিষ্কার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২২, ২২:২৩
ধূমপান করায় ৪ স্কুলছাত্রী বহিষ্কার
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে স্কুল পোশাক পরে ধূমপান করার অভিযোগে ৪ ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রমজান মাসে কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে এসে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

জানা যায়, গত রমজান মাসে ওই প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণীর ৪ ছাত্রী স্কুলের পাশে একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। এ সময় কোচিং সেন্টারের পাশে গলিতে পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করেন ওই চার ছাত্রী। এসময় পাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ধূমপানের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়িয়ে দেয়। বিষয়টি স্কুল কতৃপক্ষের নজরে এলে গত বৃহষ্পতিবার ওই চার ছাত্রীর অভিভাবককে ডেকে এনে তাদের বহিষ্কার আদেশ দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রজমান চলাকালে কোচিং শুরুর আগে চারজন ছাত্রী ধূমপান করে। এ সময় পাশে থাকা সহপাঠিরা ওই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দিলে শিক্ষকরা ভিডিও দেখে অভিভাবকদের জানান।

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান (মুঠোফোনে) বলেন, রমজান মাসে স্কুল বন্ধ থাকায় এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়া যায় নি। গত বৃহস্পতিবার অভিভাবকসহ মৌখিক ভাবে স্কুলে আসার নির্দেশ দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবক না আসায় স্কুলে আসতে নিষেধ করা হয়েছে চার ছাত্রীকে।বিষয়টি জেনে অন্যান্য শিক্ষার্থীরা স্কুলে এসে জড়ো হয়েছে।কোন শিক্ষার্থী বিক্ষোভ করেনি। বিষয়টি গাজীপুর শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠান প্রধানের সাথে আগামী সোমবার কথা হবে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ধূমপানের ভিডিওটি ছড়িয়ে পরার বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
গাজীপুরে ঘরমুখো যাত্রীদের ঢল, তীব্র যানজট 
X
Fresh