• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সয়াবিন তেল মজুতের অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২২, ১৫:৩৯
সয়াবিন তেল মজুতের অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি

সয়াবিন তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুত রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

শনিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে এই অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়ম বহির্ভূতভাবে সয়াবিন তেল মজুত রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারে অভিযান চালানো হয়।

এ সময় সরকার এন্ড ব্রাদার্স নামক একটি দোকানে ২ হাজার ৮০০ লিটার খোলা ও ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। নিয়ম বহির্ভূতভাবে মজুত রাখার দায়ে ঐ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের আরও তিনটি দোকানে বোতলজাত ও খোলা সয়াবিন তেলে বাড়তি দাম নেওয়া ও তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারণে মিষ্টির দোকানসহ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
X
Fresh