বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৪ মে ২০২২, ১৫:৩৩
বরগুনার ছয় ইউনিয়নে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন। গতকাল শুক্রবার (১৩ মে) রাতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় ৬টি ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। তালিকায় বর্তমান চেয়ারম্যান তিনজন এবং নতুন মনোনয়ন পেয়েছেন তিনজন।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, পচাকোড়ালিয়া ইউনিয়নে আবদু রাজ্জাক, ছোটবগী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, কড়ইবাড়িয়া ইউনিয়নে মো. ইব্রাহিম সিকদার পনু, বড়বগী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলমগীর মুন্সী, নিশানবাড়ীয়া ইউনিয়নের কামরুজ্জামান বাচ্চু এবং সোনাকাটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান, মো. সুলতান ফরাজি।
শুক্রবার রাতে তালিকাভুক্ত মনোনয়ন বঞ্চিত একাধিক ব্যক্তি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন তারা স্বতন্ত্র প্রার্থী হবেন। তারা বলেন, বিশেষ সুবিধা নিয়ে দলের ত্যাগী অনেককেই বঞ্চিত করা হয়েছে।আগামী ১৭ মে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ।
মন্তব্য করুন