Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৭ জুন ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ফাইল ছবি

টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামিম নামে এক বাসচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

শনিবার (১৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গাংগাইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক শামীমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়।

তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ রুটে চলাচলকারী প্রান্তিক পরিবহন বাসের চালক। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

মধুপুর ট্রাফিক পুলিশের এটিএসআই মাহবুবুল আলম জানান, সকাল ৮টার দিকে মধুপুরের গাংগাইর নামক স্থানে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহন বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী মাহি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে।

এদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS