• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অধিগ্রহণ করা পতিত জমি ফেরত পাওয়ার আকুতি শতাধিক পরিবারের

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২২, ১২:৪৫
অধিগ্রহণ করা পতিত জমি ফেরতদানের আকুতি শতাধিক পরিবারের
ফাইল ছবি

অধিগ্রহণ করা পতিত জমির বসতভিটা ফেরত দেওয়ার আকুতি জানিয়েছেন বরগুনার কালিবাড়ী এলাকার শতাধিক পরিবার।

ভুক্তভোগী ভূমিহীন সনাতন সম্প্রদায়ের লোকজন জানায়, বরগুনা পৌর শহরের ২৭নং মৌজার কালিবাড়ি এলাকায় ২৫৬ একর জমি ১৯৬১-৬২ সনে মহকুমা প্রতিষ্ঠার জন্য গণপূর্ত বিভাগ অধিগ্রহণ করে। অধিগ্রহণের বয়স প্রায় ৬২ বছর হলেও মাত্র ৭৫ একর জমি এ পর্যন্ত বিভিন্ন স্থাপনা তৈরিতে ব্যবহৃত হয়েছে। বাকিজমি এখনও পতিত, যার মধ্যে বসতভিটা, মঠ, মন্দির ও সমাধি বিদ্যমান রয়েছে। এই পতিত জমির বাসিন্দারা অনিশ্চয়তার মধ্যে দীর্ঘ ৬২ বছর ধরে বসবাস করে আসছে।

কালিবাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত দুখিরাম বলেন, বংশ পরম্পরায় ২০০ বছরেরও অধিককাল ধরে বসবাস করা পূর্বপূরুষের অনিচ্ছা সত্ত্বেও ২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়। তখন অধিকাংশ মালিকরা তাদের জমির মূল্য পাননি বরং এক শ্রেণির দালাল নাম পদবি জাল করে টাকা আত্মসাত করে।

সনাতন সংঘের সভাপতি মিলন দাস বলেন, অধিগ্রহণের ৬২ বছর হলেও এখনও ভূমি মন্ত্রণালয়ের আদেশ গেজেটভুক্ত হয়নি। বর্তমানে ২৫৬ একরের মধ্য মাত্র ৭৫ একর জমিতে সরকারি স্থাপনা করা হয়েছে। বাকি জমির প্রায় শাতাধিক পরিবার তাদের অধিগ্রহণ করা পতিত নাল জমি ব্যতীত শুধু বাবা-দাদার বসতভিটা ফেরতদানের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩
পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার 
X
Fresh