Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৭ মে ২০২২, ৩ জ্যৈষ্ঠ ১৪২৯

প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল ২ জনের

প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেল ২ জনের
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরাবাজার এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। আহত জাহিদ হাসান (১৬) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মে) গভীর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার উত্তর চরমশুরা এলাকার মো. জিসান (১৯), ও একই এলাকার ফাহিম (১৬)।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, নিজ বাড়ি সদর উপজেলা চরমশুরা এলাকা থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ভগ্নিপতির গাড়ি নিয়ে জিসান টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ঘুরতে যাচ্ছিলো। পথিমধ্যে পুরাবাজার এলাকায় আসলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে খাদে পড়ে পানিতে পড়ে যায়। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত জাহিদকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS