• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিসি ক্যামেরা লাগিয়েও শেষ রক্ষা হয়নি শাওনের

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ২১:৫১
সিসি ক্যামেরা লাগিয়েও শেষ রক্ষা হয়নি শাওনের
ছবি: প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসার অভিযোগে মোমিনুল ইসলাম ওরফে শাওন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাওন ওই এলাকার মৃত সামাদের ছেলে।

পুলিশের দাবি, অভিযানে ৮০০ পিস ইয়াবা, মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ১টি সিসি ক্যামেরা, ১টি মোটরসাইকেলসহ ১৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার এড়াতে শাওন বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। অভিযানের সময় সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যর্থ হন তিনি।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান
স্কুল ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা
X
Fresh