জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে হৃদয় হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার দাদা মনসুর আলী (৭৫) আহত হয়েছে।
শুক্রবার (১৩ মে) দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় কালাই উপজেলার শ্রীপুর গ্রামের রবিউল ইসলাসের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈনুদ্দিন জানান, দাদা-নাতি হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে নিজেদের পুকুরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নাতির মৃত্যু হয়।
এ সময় দাদা মনসুর আলীকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
মন্তব্য করুন