• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় ১০ দিনের জন্য দোকান বন্ধ 

স্টাফ রিপোটার (ফরিদপুর), আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ২০:৩৯
তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় ১০ দিনের জন্য দোকান বন্ধ 
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় দুই দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) ফরিদপুর শহরের হেলিপোর্ট মার্কেটের মফিজ স্টোর ও আসাদ ষ্টোরকে এ জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছে পুরানো দরের প্রায় ৩০০ লিটার বিভিন্ন কোম্পানির সায়াবিন তেল জব্দ করা হয়। এ ছাড়াও ওই ব্যবসায়ীরা বোতলাজাত তেল ড্রামে ভরে লুস বিক্রির প্রমান পাওয়া যায়। জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের পূর্বের মূল্যে বিক্রি করা হয়।

তিনি বলেন, অবৈধভাবে তেল মজুতের দায়ের মফিজ ষ্টোরকে ৪০ হাজার এবং আসাদ ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই দুই ব্যবসা প্রতিষ্টান ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
উচ্চগতিতে ছুটবে ট্রেন, সতর্ক থাকার অনুরোধ
X
Fresh