• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার ইউএনওর গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত

নওগাঁ প্রতিনিধি : আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১৮:৪৩
এবার এনওর গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত

নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

শুক্রবার (১৩ মে) দুপুরে রানীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে শরিফুল মণ্ডল নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বজনরা জানান, দুপুরে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এমন সময় রানীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে পাকা রাস্তায় তিনজন পড়ে গেলে আহত হন তারা। তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। ডান পা, ডান হাত ও মুখে মারাত্মক জখম হওয়ায় শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখাইরুল ইসলাম বলেন- তারা রাস্তার ভুল প্রান্ত দিয়ে গাড়ি চালাচ্ছিলেন।এ ছাড়া এক মোটরসাইকেলে তিনজন ছিলেন। যা আইনের বহির্ভূত। এ বিষয়ে আহতদের চিকিৎসার সহায়তা প্রদানের আশ্বাস দেন এই ইউএনও।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
X
Fresh