• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই বাসের সংঘর্ষে আহত ১৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১৫:১১
দুই বাসের সংঘর্ষে আহত ১৫
পাঁচ্চরের রয়েল হাসপাতাল

মাদারীপুরের শিবচরের সার্বিক-সোনালীর সংঘর্ষে সোনালী পরিবহনের ১৫ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকাল ১০টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর বাসস্ট্যান্ডের কাছে এক্সপ্রেসওয়ের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাদারীপুর থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে সার্বিক ও সোনালী পরিবহন। তবে সার্বিক পরিবহনটি শিবচর উপজেলার পাঁচ্চর বাস স্ট্যান্ডে যাত্রী নামিয়ে পরিবহনটি পুনরায় টানিং নিয়ে ঘাট এলাকায় যাওয়ার সময় পিছন থেকে আসা সোনালী পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সার্বিক পরিহনের পিছনে ধাক্কা খায়। এতে সোনালীর অন্তত ১৫ যাত্রী আহত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

আহতদের প্রথমে দুই বাসের সংঘর্ষে আহত ১৫ চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্য বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরের পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত পরিবহনকে আমরা জব্দ করছি। এঘটনায় সোনালী পরিবহরের ১৫ জনের বেশি যাত্রী আহত হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
X
Fresh