• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে প্রকাশ্যে যুবককে ছুরি মেরে সর্বস্ব লুট

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১৪:৫২

রাজধানীর রায়েরবাজারে হোসেন (১৯) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ, মোবাইলসহ সব কিছু ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) রায়েরবাজারের মেকাপ খান রোডে এ ঘটনা ঘটে।

হোসেনের বড় বোন মোমেনা আক্তার জানান, রায়েরবাজার গদিঘর এলাকায় একটি জুয়েলারি কারখানায় কাজ করে হোসেন। আজ সকালে বাসা থেকে বের হয়ে কারখানায়
যাচ্ছিলেন তিনি। মেকাপ খান রোডে আসার পর ৪ ছিনতাইকারী রিকশা যোগে এসে তার ডান পাঁজরে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, হোসেন ছিনতাইকারীদের কাউকেই চেনে না। আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, হোসেনের ডান পাঁজরে একটি আঘাত রয়েছে। আঘাতটি গুরুতর। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
X
Fresh