নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৩ মে ২০২২, ১২:২৫
পৌর মেয়রের গোডাউনে মিলল তেল

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন জব্দ করে খোলা বাজারে বিক্রি ও দুইটি দোকানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত বুধবার (১১ মে) সন্ধ্যার পরে এই অভিযান চালানো হয়।
নাটোর ভোক্তা অধিদপ্তর উপপরিচালক মো. মেহেদী হাসান তানভীর আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রামের মৌখড়া বাজারের নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তা খোলা বাজারে বিক্রি করা হয়।
এ ছাড়া ওই দোকানকে ১ লাখ টাকা ও আল মামুন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য করুন