• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার তেল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২২, ১৯:৩৬
সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার তেল জব্দ
সিরাজগঞ্জে তেল জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন ও পামওয়েল তেল মজুদ করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুদকৃত ৩৭ হাজার লিটার সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষী বাণিজ্য ভান্ডার ও দুলাল চন্ড কুন্ডু স্টোরে এ অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাহমুদুল হাসান রনি আরটিভি নিউজকে জানিয়েছেন, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের রাজলক্ষী বাণিজ্য ভান্ডার ও দুলাল চন্ড কুন্ডু স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় দুটি প্রতিষ্ঠানে মজুদকৃত ৩৭ হাজার লিটার পামওয়েল তেল ও ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। নিয়ম না মেনে মজুদ রাখা ও উচ্চমূল্যে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মজুদকৃত ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
X
Fresh