• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সেই টিটিইর তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২২, ১৫:৪৪
সেই টিটিইর তদন্ত প্রতিবেদন জমার সময় পেছালো

দেশের আলোচিত টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। আগামী সোমবার (১৬ মে) প্রতিবেদন জমা দেবে তদন্ত দল।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে তদন্ত কমিটির প্রধান পাকশী রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটির।

বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পদ্মা সেতু উদ্বোধন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় গেছেন। তাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী সোমবার (১৩ মে) প্রতিবেদনটি জামা দেওয়া যাবে।

উল্লেখ্য, গত ৫ মে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মি আক্তার মনির তিন আত্মীয় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ওই ৩ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেন টিটিই শফিকুল ইসলাম। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হলে দেশে সমালোচনা শুরু হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০৭ বার পেছাল মামলার প্রতিবেদন
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন নিয়ে মুখ খুললেন পাপন
১০৬ বার পেছাল মামলার প্রতিবেদন
X
Fresh