• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ৭

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২২, ১৫:০৮
বাড়ির বৃষ্টির পানি যাওয়া নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ৭

নেত্রকোণার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় প্রায় ৭ জন আহত হয়।

বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দনাচাপুর গ্রামে প্রভুদ দত্তের ছেলে বাবুল দত্ত (৪৫)।

কেন্দুয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত বাবুলের বাড়ির ওপর দিয়ে প্রতিবেশী সুবল দেবদের বাড়ির বৃষ্টির পানি যায়। এ নিয়ে বুধবার (১১ মে) দুই পক্ষের ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টার দিকে আবার দুই পক্ষের সংঘর্ষে বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বাবুল দত্ত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা কেন্দুয়া ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিমুল
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
X
Fresh