• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি

  ১২ মে ২০২২, ১০:৫৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গাড়ি চাপায় মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার চরভাবলা এলাকায় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ওই গাড়ি শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত জাহিদুল ইসলাম টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

জাহিদুলের খালাতো ভাই হাবিবুর রহমান জানান, জাহিদুল সাসেক-২ নামক প্রকল্পের অধীনে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনের কাজ দেখাশোনা করতেন। আজ সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। তিনি কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছার পর দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া বলেন, জাহিদুলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি পক্রিয়া তার লাশ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh