• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে চালক-যাত্রী, খোয়া গেছে লাখ টাকা

আরটিভি নিউজ

  ১২ মে ২০২২, ০৮:৪৯

রাজধানীর গুলিস্তানে এক যাত্রী ও বংশালে এক গাড়িচালকসহ দুজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। এসময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।

বুধবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অচেতন অবস্থায় গাড়িচালক আব্দুল মালেক (৫৬) ও বাসযাত্রী মো. বাবুল মিয়া (৩০) কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) আব্দুল জলিল জানান, বংশালের সিটি প্লাজার সামনে থেকে অচেতন অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করা হয়েছে। এরপর তাকে স্টোমাক ওয়াশ দিয়ে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে বাবুল মিয়ার মামা সুমন বলেন, আমার ভাগ্নে কেনাকাটা করার জন্য মোহাম্মদপুর থেকে গুলিস্তানের একটি বাসে উঠে। এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে কিছু শুকিয়ে তার টাকা, মোবাইলসহ সব কিছু নিয়ে গেছে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

বাবুল চাঁদপুর জেলার আলী আকবরের ছেলে। তিনি উত্তর বাড্ডা তার ভাই রাসেলের বাসায় থাকেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh