• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দোকানের গুদামে মিলল ২ হাজার লিটার তেল

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ১৮:৩৩
এক দোকানেই মিলল মজুতকৃত ২ হাজার লিটার তেল
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে এক দোকানের গুদামে মজুতকৃত অবস্থায় ২ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া গেছে।

বুধবার (১১ মে) দুপুরে উপজেলার মুকুন্দগাঁতি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ তেল পাওয়া পায়।

অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুত রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার দুপুরে ওই বাজারের রায়হান স্টোরে অভিযান চালানো হয়। এ সময় তার গুদামে প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এতে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই বাজারে আরও দুটি মুদি দোকানে উচ্চমূল্যে তেল বিক্রি করার অভিযোগে প্রত্যেককে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
সেতু ভেঙে ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল  
রাজধানীতে গ্রেপ্তার ২৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
X
Fresh