• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় গোমতী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ১৭:৩৮
কুমিল্লায় গোমতী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: আরটিভি

কুমিল্লা গোমতী নদীর তীর থেকে ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১১ মে) সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ অভিযান পরিচালনা করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাএাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের উওর গোবিন্দপুর মৌজার এলাকায় গোমতী বেড়িবাঁধে গড়ে ওঠা দোকানপাট ভেকু এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে উচ্ছেদের নোটিশ এবং মাইকিংয়ের খবর শুনে বেড়িবাঁধ দখলকারীরা সকাল থেকেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে থাকেন।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউ জ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহজালাল সেলিম, ইমরান হোসেন, সহকারী পরিচালক আরিফুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা, মো. শাহাদাত হোসেন, শাখা কর্মকর্তা আল মামুনুর রশীদ ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
X
Fresh